স্যামসাং নির্ভরতা কমাচ্ছে অ্যাপল

২২ আগষ্ট, ২০১৯ ২৩:৩৭  
স্যামসাং ইলেকট্রনিক্সের উপর নির্ভরতা কমাতে জোর দিয়েছে অপর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সেই লক্ষেই চীনা ডিসপ্লে নির্মাতা বিওই টেকনোলজি গ্রুপ কোম্পানি লিমিটেডের অ্যাডভান্সড স্ক্রিণ সার্টিফায়েড করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে অ্যাপল। খবর রয়টার্স। এই বছরের শেষ নাগাদ বিওই-কে অর্গানিক লাইট-ইমিটিং ডিসপ্লেস (ওএলইডি) এর সরবরাহকারী হিসেবে যুক্ত করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যাপল কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যেই আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গুরুত্বের সাথে বিওই এর ফ্লেক্সিবল ওএলইডি এর পরীক্ষা চালাচ্ছে। আর এই ডিসপ্লে গ্রহণ করা হলে সেটি হবে চীন থেকে প্রথম কোনো অ্যাডভান্সড ডিসপ্লে গ্রহণের ঘটনা। ডিবিটেক/বিএমটি